Tecno ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন Tecno Pova। ফোনটিতে দেওয়া হয়েছে ৪জিবি র্যাম+৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বিকল্পটিকে গ্রাহক ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে ৬জিবি+১২৮জিবি বিকল্পের ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়। ফোনটির সেল শুরু হচ্ছে ১১ই ডিসেম্বর দুপুর ১২ টা থেকে। ফোনটিকে Flipkart এ বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। চলুন জানা যাক স্মার্টফোন সম্পর্কে,
স্পেসিফিকেশন
ফোনটিতে ৭২০x১৬৪০ পিক্সেল রেজোলিউশন এর সাথে ৬.৮ ইঞ্চির Hd+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর এই ফোনটি চলবে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও G80 SoC প্রসেসর।
এইবার কথা বলা যাক স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে দেওয়া হয়েছে ১৬mp এর প্রাইমারী ক্যামেরা। সেলফির জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ৮mp এর সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে ১৮w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।