সম্প্রতি Tecno লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Tecno Pova। কাল অর্থাৎ ১১ই ডিসেম্বর ভারতে প্রথমবারের জন্য বিক্রি করা হবে ফোনটিকে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬,০০০ mAh এর ব্যাটারি। এছাড়া ব্যবহার করা হয়েছে বিশেষ Mediatek Helio G80 প্রসেসর এবং কুল পাঞ্চ ক্যামেরা। কাল ফ্লিপকার্টে ১২ টার সময় সেলের জন্য উপলব্ধ করা হবে ফোনটিকে। চলুন জানা যাক ফোনটির দাম এবং বিশেষত্ব,
দাম
ফোনটিতে দেওয়া হয়েছে ৪জিবি র্যাম+৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। এই বিকল্পটিকে গ্রাহক ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে ৬জিবি+১২৮জিবি বিকল্পের ফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ১১,৯৯৯ টাকায়। ফোনটির সেল শুরু হচ্ছে কাল অর্থাৎ ১১ই ডিসেম্বর দুপুর ১২ টা থেকে। ফোনটিকে Flipkart এ বিক্রি করা হবে।
স্পেসিফিকেশন
ফোনটিতে ৭২০x১৬৪০ পিক্সেল রেজোলিউশন এর সাথে ৬.৮ ইঞ্চির Hd+ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর এই ফোনটি চলবে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও G80 SoC প্রসেসর।
এইবার কথা বলা যাক স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে দেওয়া হয়েছে ১৬mp এর প্রাইমারী ক্যামেরা। সেলফির জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ৮mp এর সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে দেওয়া হয়েছে ১৮w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।