Tecno স্মার্টফোন কোম্পানি ৪ ডিসেম্বর লঞ্চ করতে চলেছে Tecno Pova স্মার্টফোন। এই স্মার্টফোনকে লঞ্চ করা হবে ই কমার্স সাইট ফ্লিপকার্ট। Tecno Pova এর স্পেসিফিকেশন সম্পর্কে অনেকদিন আগেই জানা গিয়েছিল। কারণ ফোনটিকে কোম্পানি ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছে নাইজেরিয়া এবং ফিলিপিস্ন এর মতো দেশে।
Flipkart এ প্রস্তুত করা টিজার অনুসারে, Tecno Pova স্মার্টফোনকে লঞ্চ করা হবে ৪ ডিসেম্বর দুপুর ১২ টার সময়। ভারতে Tecno এর তরফ থেকে আসা এই ফোনটি একটি বাজেট ফোন হতে চলেছে। Tecno Pova কে লঞ্চ করা হয়েছিল ৬,৯৯৯ PHP অর্থাৎ ভারতীয় হিসেবে ১০,৮০০ টাকা দামে। এর থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানি ফোনটিকে লঞ্চ করবে ১০,০০০ টাকার আশেপাশের দামে।
Tecno Pova তে দেওয়া হয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, রিয়ার ফিঙ্গার প্রিন্ট সেন্সার এবং কোয়াড ক্যামেরা সেট আপ। চলুন জানা যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ভাবে,
স্পেসিফিকেশন
Tecno Pova তে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চির একটি পাঞ্চ হোল ডিসপ্লে। স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek এর Helio G80 প্রসেসর। সেখানেই ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। ফোনটিতে দেওয়া হতে চলেছে ১৩ mp এর ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য ফোনটিতে দেওয়া হতে চলেছে ৮mp এর ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৬০০০mAh এর ব্যাটারি। সাথে থাকবে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।