ভারতে প্রতিবছর গড়ে ১.৫ লাখ মানুষ রোড অ্যাক্সিডেন্ট এর কারনে মারা যান। সেইমতো হিসাব করতে গেলে প্রতিদিনে আমাদের দেশে গড়ে ৪০০ জন করে পথ দুর্ঘটনায় জীবন হারায়। কিন্তু আমরা কোন গাড়ি কেনার সময় সাধারণত গাড়ির পারফরম্যান্স, মাইলেজ ও দাম ইত্যাদি বিষয়ের উপর নজর দিয়ে থাকি। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটির কথা আমরা ভুলে যায়। সেটি হল গাড়ির নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে গাড়িটি আপনাকে কতটা রক্ষা করতে পারবে। গ্লোবাল NCAP এর দ্বারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট পরিস্থিতিতে গাড়িগুলিকে পরীক্ষা করা হয় ও সেই অনুযায়ী তাকে নম্বরও দেওয়া হয়।
গ্লোবাল NCAP এর লিস্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে নিরাপদ গাড়ির তকমা পেয়েছে Tata Altroz হাচব্যাক গাড়ি। গাড়িটি অ্যাডাল্ট প্রোটেকশানে ৫ স্টার ও চাইল্ড প্রোটেকশানে ৩ স্টার পেয়েছে। টেস্টের সময়, অ্যাডাল্ট প্রোটেকশানে ১৭ এর মধ্যে ১৬.৩ নম্বর এবং চাইল্ড প্রোটেকশানে ৪৯ এর মধ্যে ২৯ নম্বর পেয়েছে গাড়িটি। এই গাড়িতে নিরাপত্তার জন্য ডুয়েল এয়ার ব্যাগ, EBD সহ ABS ব্রেকিং ফিচার, সিট বেল্ট রিমাইন্ডার, রিয়ার পার্কিং ক্যামেরা ইত্যাদি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। Tata Altroz এর এক্স শোরুম মূল্য ৫.২৯ লাখ টাকা থেকে শুরু।
Tata Altroz স্পেসিফিকেশন:
Tata Altroz গাড়ির দুই ধরনের ভেরিয়েন্ট ভারতে পাওয়া যায়। একটি ভেরিয়েন্ট এ ১.২ লিটারের রিভোট্রন পেট্রোল ইঞ্জিন আছে। এই ১১৯৯ সিসির ৩ সিলিন্ডার ইঞ্জিন ৬০০০ rpm এ ৮৬ PS পাওয়ার এবং ৩৩০০ rpm এ ১১৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। অন্যদিকে এই গাড়ির ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্ট আছে একটি। তাতে ১.৫ লিটারের টার্বোচার্জ রিভোট্রন ডিজেল ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ৪০০০ rpm এ ৯০ PS পাওয়ার এবং ৩০০০ rpm এ ২০০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে।