বর্তমানের করোনা পরিস্থিতিতে অ্যাপেল ও গুগোলের যুগলবন্দীতে স্মার্টফোনের জন্য এক্সপোসার নোটিফিকেশন সিস্টেম প্রযুক্তির আবিষ্কার করা হয়েছে।এক্সপোসার নোটিফিকেশন সিস্টেম (ENS) প্রযুক্তিটি আসলে কি সেটি জেনে নেওয়া যাক। এই প্রযুক্তির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা তাদের কাছাকাছি কোভিড-১৯ রোগী আছে নাকি তার সম্বন্ধে অবহিত হতে পারেন এবং প্যানডেমিক সমন্বিত সমস্ত খুঁটিনাটি তথ্য স্মার্টফোনের মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে যাবেন। কিন্তু এখন স্মার্টফোনের পর স্মার্টওয়াচেও ENS প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হচ্ছে।
ব্লুটুথ প্রযুক্তির উন্নয়ন ও নিয়ামক সংস্থা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) ঘোষণা করেছে তারা ১৩০ টি কোম্পানির সাথে যোগাযোগ করেছে যাতে ENS প্রযুক্তিকে স্মার্টফোনের সাথে সাথে স্মার্টওয়াচ, ফিট ব্যান্ড ইত্যাদি অ্যাকসেসরি ডিভাইসেও ব্যবহার করা যায়। সংস্থাটি একটি প্রেস বিবৃতিতে বলেছে, ENS প্রযুক্তি স্মার্টওয়াচ ও ফিটব্যান্ড এর মত পরিধানযোগ্য ডিভাইসে প্রচার করলে একটা বড় সংখ্যক জনগণ উপকৃত হবেন। বয়সে ছোট প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা ও একটু প্রবীণ নাগরিকরা স্মার্টফোন অতোটা ব্যবহার করে না। তাদের সুবিধার্থে ENS প্রযুক্তি প্রসারের কথা ভাবা হচ্ছে। এর স্পেসিফিকেশনের প্রাথমিক খসড়া প্রকাশিত হয়েছে এবং কয়েক মাসের মধ্যেই প্রযুক্তিটি কার্যকর হবে।
বর্তমানে ENS প্রযুক্তিটি স্মার্টফোন ছাড়া স্মার্টওয়াচ বা ফিটব্যান্ড এ কি করে কাজ করবে তার শুধুমাত্র একটি প্রাথমিক খসড়াই প্রকাশিত হয়েছে। সিস্টেমটি নিয়ে এখনও অনেক কাজ করা বাকি। আগামী কয়েক মাসের মধ্যেই সিস্টেমটির সমস্ত স্পেসিফিকেশন আমরা জানতে পারবো বলে আশা করা যায়। তবে এটা নিশ্চিত যে সিস্টেমটি ব্যবহার করতে আমাদের স্মার্টওয়াচ বা ফিটব্যান্ডকে স্মার্ট ফোন বা যেকোনো ইন্টারনেট কানেকশন এর সাথে যোগ করতে হবে। কারণ এটি নেটওয়ার্ক ব্যবহার করেই আপনাকে কোভিড-১৯ সম্পর্কিত আপডেটগুলি দিতে পারবে।
Technical University of Munich এর ফিজিকস প্রফেসর এলিজা রেসকোনি বলেছেন, যে সমস্ত নাগরিক স্মার্টফোন অতটা ব্যবহার করে না তাদের এই প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ সনাক্ত করতে বেশ সুবিধাই হবে এবং তারা সচেতন হতে পারবেন। এটি প্যানডেমিক এর বিরুদ্ধে একটি অন্যতম নন ফার্মাসিউটিক্যাল পদক্ষেপ। তিনি আরো যোগ করেছেন, আমরা বিশ্বাস করি ENS প্রযুক্তি স্মার্টওয়াচ বা ফিটব্যান্ড এ ব্যবহার করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ হবে।