আগের সপ্তাহ থেকে একের পর এক Samsung Galaxy M12 সম্পর্কে খবর সামনে আসছে। সম্প্রতি এই ফোনটিকে দেখা গিয়েছে FCC সার্টিফিকেশন সাইটে। FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy M12 এর ব্যাটারি সম্পর্কে।
এর আগে একটি রিপোর্ট থেকে Samsung Galaxy M12 এ দেওয়া হয়েছে ৭,০০০ mAh এর ব্যাটারি সাপোর্ট। তবে FCC লিস্টিং থেকে সামনে এসেছে অন্য তথ্য। Samsung Galaxy M12 এ EB-BM207ABY তে ব্যাটারি দেওয়া হয়েছে ৬,০০০ mAh এর।
আগের সপ্তাহে Galaxy M12 কে বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গিয়েছে। এই লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই ফোনে কোম্পানি দেবে Exynos 850 এর চিপসেট। লিস্টিং এ Galaxy M12 এ ৩বি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দেওয়া হবে।
এছাড়া জানা গিয়েছে ফোনটির রেন্ডার সম্পর্কে। ফোনটিতে দেওয়া হবে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ভিউ নচ ডিসপ্লে। M12 এর ব্যাক প্যানেলে ডুয়াল টেক্সার ডিজাইন দেওয়া হবে।