Samsung Galaxy F62 জড়িত অনেক লিক সামনে উঠে এসেছে। সেই লিক থেক জানা গিয়েছে যে কোম্পানির এই ফোনটি অন্যসব ফোনের থেকে অনেকটাই পাতলা হবে। এই ফোনে ব্যবহার করে বলে Exynos 9825 প্রসেসর। সম্প্রতি ফোনটকে দেখা গিয়েছে বেঞ্চমার্কিং সাইট Geekbench এ। সেখানে একট রিপোর্ট হতে জানা গিয়েছে যে কোম্পানি এই ফোনের প্রোডাক্সান শুরু করে দিয়েছে ভারতে।
৯১মোবাইল এর একটি রিপোর্টে বলে অয়েছে কোম্পানি নয়ডা তে অবস্থিত একটি ফ্যাক্টরিতে শুরু করেছে এই ফোনের প্রোডাক্সান। এই থেকে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ফোনকে লঞ্চ করা হবে ভারতে। অর্থাৎ গ্রাহকদের বিশেষ অপেক্ষা করতে হবেনা এই স্মার্টফোন কিনতে। তবে কোম্পানির তফর থেকে এই ফোন লঞ্চ সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা যায়নি।
কিছুদিন আগে এই ফোনকে দেখা গিয়েছে মডেল নং SM-E625F এর সাথে বেঞ্চমার্কিং সাইট Geekbench এ। লিস্টিং থেকে জানা গিয়েছিল যে এই ফোনে থাকতে চলেছে Exynos 9825 প্রসেসর। এর আগে এই চিপসেটকে কোম্পানি Samsung Galaxy Note 10 সাইটে ব্যবহার করেছিল। বলা বাহুল্য, এর আগে কোম্পানি এই সিরিজের একটি ফোন লঞ্চ করেছে। ফোনটিকে কেবল দেশেই লঞ্চ করা হয়েছে। সেই ফোনটি হল Galaxy F41। সেই থেকে অনুমান করা হচ্ছে যে এর ফোনটিকেও সর্ব প্রথম কোম্পানি ভারতে লঞ্চ করবে। জানা গিয়েছে যে এই ফোনটিকে ভারতে লঞ্চ করা হতে পারে ৬০০০ mAh ব্যাটারির সাথে। তবে কোম্পানি তরফ থেকে জানা যায়নি কোনও স্পেসিফিকেশন।