জনপ্রিয় টেক কোম্পানি Samsung তাদের নতুন A সিরিজের ফোন Galaxy A52 5G লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই ফোন সম্পর্কে বহু লিক ইতিমধ্যেই চলে এসেছে সামনে। এইবার টিস্টার Steve Hammerstoffer এই ফোন জড়িত কিছু তথ্য লিক করেছে। সেই তথ্য থেকে জানা গিয়েছে ফোনটির ডিজাইন সম্পর্কে। এছাড়া লিক থেকে জানা গিয়েছে ফোনটির দামও। চলুন জানা যাক তথ্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে,
এই ফোনটির ডিজাইন হতে চলেছে অনেকটা Samsung Galaxy A51 5G এর মতো। এই ফোনটিতে দেওয়া হতে চলেছে কোয়াড ক্যামেরা সেট আপ।
স্পেসিফিকেশন (সম্ভাবনা)
সামনে আসা রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ফোনে দেওয়া হতে চলেছে ৬.৫ ইঞ্চির ইনফিনিটি ও ডিসপ্লে। এছাড়া ফোনটিতে দেওয়া হতে চলেছে Snapdragon 750G প্রসেসর। সাথে থাকতে চলেছে ৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ এর সাপোর্ট। এছাড়া কোনও তথ্য এখনও জানা যায়নি।
দাম(সম্ভাবনা)
টিস্টার Steve Hammerstoffer এর তথ্য অনুসারে, এই ফোনটির দাম হতে চলেছে ৩৬,০০০ টাকার আশেপাশে। তবে এখনও কোম্পানি তরফ থেকে কোনও তথ্য জানা যায়নি।