জনপ্রিয় টেক কোম্পানি Samsung আজকাল কাজ করছে ISOCELL 600 মেগাপিক্সেল এর ওপর। ৬০০ mp এর ক্যামেরা তে করা যাবে ৪কে এবং ৮কে ভিডিও রেকর্ডিং। Samsung এর ৬০০ মেগাপিক্সেল এর ক্যামেরা রয়েছে ডেভেলপিং ফেজ এ।
টিস্টার জানিয়ে দিল খবর
জনপ্রিয় টিস্টার আইস যুনিবর্স সকটি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে আজকাল ৬০০ mp এর ক্যামেরার ওপর কাজ করছে কোম্পানি। এই ফোনটিতে দেওয়া হতে চলেছে ১/০.৫৭ ইঞ্চির সেন্সার। সেখানেই P40 Pro+ স্মার্টফোন ১/১.২৮ ইঞ্চির সেন্সার দেওয়া হয়েছে।
টিস্টার Samsung এর আসন্ন সেন্সারের একটি লিক ছবি শেয়ার করেছেন। লিক ডকুমেন্টস থেকে জানা গিয়েছে যে ISOCELL 600 লঞ্চ করতে চলেছে কোম্পানি। সেটি লঞ্চে আর বাকি কিছু পথ।
লঞ্চের জন্য করতে হবে অপেক্ষা
৬০০ mp কবে লঞ্চ হবে তা নিয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ফোনকে লঞ্চ করবে কোম্পানি। বলা বাহুল্য, Samsung Note 20 Ultra এবং Galaxy S20 Ultra তে দেওয়া হয়েছে ১০৮ mpএর সেন্সার।