বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল এবং এবারে সেই জল্পনা সত্যি প্রমাণ করে চীন থেকে ডিসপ্লের কারখানা সরিয়ে ভারতে প্রবেশ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার বিশাল বড় স্মার্টফোন ব্র্যান্ড Samsung। কোম্পানি নতুন জায়গা হিসেবে ভারতের উত্তর প্রদেশেকে বেছে নিয়েছে তাদের নতুন কারখানা স্থাপনের জন্য। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, Samsung তাদের এই কারখানা স্থাপন করবে নয়ডায় এবং এর জন্য ৪৮.২৫ বিলিয়ন খরচ করা হতে চলেছে। এছাড়াও উত্তরপ্রদেশ সরকার এই ফ্যাক্টরি তৈরির জন্য স্যামসাং কোম্পানি কে মোটা টাকার ইন্সেন্টিভ প্রদান করতে চলেছে।
পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করবে স্যামসাং। এই মুহূর্তেভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেট এবং এখানে পরবর্তীতে আরও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিগত কিছু বছরে ভারতের মার্কেট দখল করে ফেলেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলি। তবে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা অঞ্চলে ভারত এবং চীনের সৈন্যদের মধ্যে সংঘর্ষের পরে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে চীনের স্মার্টফোন কোম্পানিগুলি।
এই পরিস্থিতিতে Samsung এর মার্কেট কিছুটা উন্নতির মুখ দেখেছে। বর্তমানে ভারতে স্মার্টফোনের মার্কেটে স্যামসাং একটি উল্লেখযোগ্য ব্র্যান্ড। একাধিক রেঞ্জের বিভিন্ন ফোন অফার করে থাকে এই কোম্পানিটি। উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত দুই শ্রেনীর মানুষের জন্যই এই কোম্পানির ফোন উপলব্ধ। স্বভাবতই ভারতের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেটে Samsung এর মতো বড় কোম্পানি চোখ দিয়ে বসে রয়েছে বেশ কয়েক বছর ধরে। তার মধ্যে আবার, এই বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার স্মার্টফোন প্রোডাকশন বিপুল হারে বাড়ানোর জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেছে। সেই অনুদান কিন্তু নেহাত কম নয়, ৬.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এই অনুদান পেতে চলেছে বিশ্বের ১৬টি কম্পানি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো Samsung, Apple, Foxconn, Wistron, এবং Pegatron।
শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এদেশে কারখানা গড়ার জন্য Samsung ৭ বিলিয়ান আর্থিক সাহায্য পেতে চলেছে। অন্যদিকে কারখানার জন্য জমি স্থানান্তরকরণ এ যে ট্যাক্স দিতে হয় সেখান থেকেও কিছুটা ছাড় দেওয়া হবে এই সংস্থাকে। কারখানা একবার তৈরি হয়ে গেলে সেখানে ৫১০ জন সরাসরি চাকরি পাবেন। তবে, এটা স্যামসাং কোম্পানির ভারতের প্রথম প্লান্ট কিন্তু না। এর আগেও উত্তরপ্রদেশ এই এরকম একটি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে Samsung।