Samsung Galaxy S21 সিরিজ আগামী মাসের ১৪ তারিখে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে কোম্পানি দুটি স্মার্টফোন লঞ্চ করবে। লঞ্চ হতে বাকি আর অল্প কিছু দিন। কিন্তু এই স্মার্টফোন সম্পর্কিত একের পর এক লিক সামনে আসতে থাকছে সম্প্রতি Winfuture.de তে এই সিরিজের টপ এন্ড স্মার্টফোন Galaxy S20 এর সাথে জড়িত অনেকগুলি ফিচার এবং স্পেসিফিকেশন ডীটেলস লিক হয়ে গিয়েছে। চলুন জানা যাক স্পেসিফিকেশন সম্পর্কে
Galaxy S21 এবং Galaxy S21 Plus এর এমন হতে পারে ফিচার
লিক থেকে জানা গিয়েছে যে, এই আসন্ন স্মার্টফোনে দেওয়া হতে পারে ৬.২ ইঞ্চির ডিসপ্লে এবং অপর টিতে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। উভয় স্মার্টফোনে দেওয়া হবে ডায়নামিক Amoled 2X ডিসপ্লে।
S21 এ পাওয়ার প্রদানের জন্য দেওয়া হতে চলেছে ৪,০০০ mAh এর ব্যাটারি এবং অন্যদিকে S21 Plus এ থাকতে চলেছে ৪,৮০০mAh এর ব্যাটারি। এছাড়া সাথে থাকতে পারে ২৫w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট । তবে এই স্মার্টফোনদুটিতে তারবিহীন চার্জিং ও থাকতে পারে বলে জানা গিয়েছে।
অনুমান করা হচ্ছে যে ফোনগুলিতে ক্যামেরা হিসবে থাকবে ১২mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। যেখানে দেওয়া হবে ৬৪mp এর একটি টেলিফটো সেন্সার। সাথে একটি ১২ mp এর আল্ট্রা ওয়াইড সেন্সার। সাথে ১০mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। জানা গিয়েছে যে ইউরোপ মার্কেটে Exynos 2100 চিপসেট ব্যহার করবে কোম্পানি