দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন কোম্পানি স্যামসাং এর পরবর্তী M সিরিজের স্মার্টফোন হতে চলেছে Samsung Galaxy M51। ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে এই স্মার্টফোনকে দেখা গিয়েছে, পাশাপাশি স্যামসাংয়ের রাশিয়ার ওয়েবসাইটেও এই স্মার্টফোন চোখে পড়েছে। এই ওয়েবসাইটগুলোতে এই নতুন স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। তা থেকে জানা যাচ্ছে, এই নতুন স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনে থাকতে চলেছে ৭,০০০ mAh ব্যাটারি।
তবে শুধুমাত্র ৭,০০০ mAh ব্যাটারি নয়, এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও জানা যাচ্ছে যে, এই স্মার্টফোনে একটি ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর থাকতে চলেছে। পাশাপাশি থাকবে একটি ISOCELL সেনসর এবং ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।
সম্প্রতি জনপ্রিয় সার্টিফিকেশন ওয়েবসাইট Geekbench এ স্মার্টফোনকে দেখা গিয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এই নতুন স্যামসাং গ্যালাক্সি M31 স্মার্টফোনে থাকছে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট থাকবে এবং সঙ্গে থাকবে স্যামসাংয়ের ONE ইউজার ইন্টারফেস সাপোর্ট। গীকবেঞ্চ এর রিপোর্টে উঠে এসেছে যে, এই নতুন স্মার্টফোনে একটি ১২ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, ৬৪ mp প্রাইমারি সেন্সরের সঙ্গে
গত জুন মাসে এই স্মার্ট ফোন লঞ্চ করার কথা ছিল কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই স্মার্টফোন ততটা পরিমাণে তৈরি করা সম্ভব হয়নি। এই কারণে এই স্মার্টফোনের লঞ্চ পিছিয়ে সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে। এই পাওয়ারফুল মিড রেঞ্জের স্মার্টফোন আপনারা পেতে চলেছেন ৩০,০০০ টাকার কাছাকাছি দামে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং সম্প্রতি তাদের আরও একটি মিড রেঞ্জের M সিরিজের স্মার্ট ফোন Galaxy M31s লঞ্চ করেছে যার দাম শুরু হচ্ছে ১৯,৯৯০ টাকা থেকে।