Samsung খুব দ্রুততার সাথে নিজের স্মার্টফোন রেঞ্জ বাড়িয়ে তুলছে। এইবার কোম্পানি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Galaxy M সিরিজের নতুন ফোন। সম্প্রতি Samsung এর এই ফোনটকে দেখা গিয়েছে BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। কিছুদিন আগে এই ফোনটিকে দেখা গিয়েছিল বেঞ্চমার্কিং ওয়েবসাইটে গীকবেঞ্চেও দেখা গিয়েছে একটি স্মার্টফোনটিকে। অনুমান করা হয়েছে যে এই ফোনটি হতে চলেছে Galaxy M12 ফোন।
৯১ মোবাইলস এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে samsung Galaxy M12 কে SM-M127G/DS এবং SM-F127G মডেল নং এর সাথে দেখা গিয়েছে BIS সার্টিফিকেশন সাইটে। এছারাও এই ফোনটিতে ব্লু টুথ সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে।
লিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy M12 এর দাম হতে চলেছে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে। অনুমান করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে এই ফোনটিকে আমরা দেখতে পারবো।
স্পেসিফিকেশন (সম্ভাবনা)
এছাড়া আগের এক লিক তথ্য থেকে জানা গিয়ছিল যে এই ফোনটিতে থাকতে অলেছে ৭,০০০ mAh এর বড়ো ব্যটারি। অন্যদিকে এই ফোনে দেওয়া হতে চলেছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। ৪ জিবি র্যামের এই ফোনকে কোম্পানি লঞ্চ করবে এক্সিনস ৯৬১১ প্রসেসরের সাথে। এইবার কথা বলা যাক ক্যামেরার। ফোনে দেওয়া হতে চলেছে ৪৮mp এর ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া সেলফির জন্য দেওয়া হতে চলেছে ১৬mp এর সেলফি ক্যামেরা।