Samsung ভারতে তদের এন্ট্রি লেভেল স্মার্টফোন Samsung Galaxy M02 লঞ্চ করতে চলেছে। বেশ অনেক সময় ধরেই ফোনটিকে দেখা যাচ্ছে সার্টিফিকেশন ওয়েবসাইটে। কিন্তু এইবার আর লিক তথ্য নয়। ফোনটিকে দেখা গেল Samsung এর অফিশিয়াল সাইটে। এর পরে ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে।
Samsung India এর সাপোর্ট পেজে মডেল নং SM-M025F এর সাথে লিস্ট করা হল ফোনটিকে। এছাড়া ইতিমধ্যে এই স্মার্টফোনটিকে দেখা গিয়েছে Nemko AD সার্টিফিকেশন সাইটে।
৩জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন প্রসেসর
গীকবেঞ্চে লিস্টিং অনুসারে Galaxy M02 এ দেওয়া হবে ৩ জিবি র্যাম দেওয়া হয়েছে। লিস্টিং এ প্রসেসর SoC বেস ১.৮০ Ghz এর প্রসেসর দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে কি প্রসেসর দেওয়া হবে বলে জানা ও যায়নি। তবে মনে করা হচ্ছে যে এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর।
ওএস এর কথা বললে Samsung এর এই ফোন কাজ করতে চলেছে অ্যান্ড্রয়েড ১০ এর ওপরে। এই ফোনকে কোম্পানি SM-M025F নামে লিস্ট করেছিল। জানা গিয়েছে এই ফোনটি এই বছর জুন মাসে লঞ্চ হওয়া Galaxy M01 এর সাক্সেসার মডেল হতে চলেছে।