সাউথ কোরিয়ান কোম্পানি Samsung ২০১৯ এর প্রথমে লঞ্চ করেছিল তাদের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold। অন্যদিকে ফোল্ডেবেল ডিসপ্লের সাথে ও বাজারে আসছে ফোনগুলি। Galaxy Z Fold 3 ইন ডিসপ্লে ক্যামেরার সাথে আসবে বলে মনে করা হচ্ছে। ইন ডিসপ্লে ক্যামেরা অনেকটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মতো দেখতে হবে বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট অনুসারে, Samsung সম্প্রতি কাজ করছে Galaxy Z Fold 3 এর ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা এর ওপর। Galaxy Z Fold 3 লঞ্চ হতে চলেছে আগস্ট ২০২১ এ। Samsung এর অনেক ফোনেই আগে দেখা গিয়েছে ইন ডিসপ্লে ক্যামেরা। কিন্তু তার কোয়ালিটি ততটা ভালো ছিলনা। Samsung সম্প্রতি লঞ্চ করেছিল তাদের অন্যতম ফোল্ডেবেল ফোন Samsung Galaxy Z Fold 2 লঞ্চ করেছিল। ভারতে ফোনটির দাম ছিল ১,৪৯,৯৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৭.৬ ইঞ্চির ফুল Hd+ ডিসপ্লে, সাথে রয়েছে ১২০Hz এর রিফ্রেশ রেট।
কি থাকবে ফোনটিতে বিশেষ
ফোনটিতে থাকতে চলেছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। দেওয়া হয়েছে Snapdragon 865+ প্রসেসর। সাথে থাকতে চলেছে ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এইবার কথা বলা যাক ক্যামেরার। ফোনটিতে দেওয়া হয়েছে ১২ mp এর প্রাইমারী ক্যামেরা। ফোনটিতে দেওয়া হয়েছে ১২ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। সেলফির জন্য দেওয়া হয়েছে ১০ mp এর ফ্রন্ট ক্যামেরা। দ্বিতীয় ডিসপ্লে হিসেবে ফোনটিতে দেওয়া হতে পারে ২.২ ইঞ্চির একটি ডিসপ্লে।