সম্প্রতি Samsung Galaxy A72 কে দেখা গিয়েছে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে। এই লিস্টিং থেকে জানা গিয়েছে যে কোম্পানি এই ফোনে দিতে চলেছে Snapdragon 720G SoC চিপসেট। এছাড়াও জানা গিয়েছে যে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে ৫জি এর স্থানে ৪জি কানেকটিভিটির সাথে।
ফোনটিতে দেওয়া হবে ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস
গীকবেঞ্চ সাইটে লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই ফোনে দেওয়া হবে ৬৪ mp কোয়াড ক্যামেরা সেটআপ। একজন টিস্টার জানিয়েছেন যে এই ফোনে দেওয়া হয়েছে পাঞ্চ হোল কাটআউট এবং সাথে ফ্ল্যাট ডিসপ্লে। মডেল নং SM-A725F এর সাথে লিস্ট করা হয়েছে এই ফনটিকে। সেখানে জানা গিয়েছে যে এই ফোনটিতে দেওয়া হবে ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস। সাথে প্রসেসর হিসেবে দেওয়া হবে Snapdragon 720G SoC এর চিপসেট।
রেন্ডার এ দেখা গিয়েছে এই ফোনটিকে। সেখানে জানা গিয়েছে যে এই ফোনে কোম্পানি দেবে কোয়াড ক্যামেরা সেট আপ। এছাড়া ৬.৭ ইঞ্চির ডিসপ্লে সহ প্লাস্টিক ব্যাক প্যানেল। এছাড়া থাকবে ৩.৫mm এর হেডফোন জ্যাক।