জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung লঞ্চ করে দিয়েছে তাদের নতুন দুটি বাজেট ফোন Samsung Galaxy A02S এবং Samsung Galaxy A12। বাজেট সেগমেন্টের এই দুটি মোবাইলের অপেক্ষা ছিলেন বহু গ্রাহকই। অবশেষে কোম্পানি তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ করে দিয়েছে ফোনদুটিকে। উভইয় ফোনেই দেওয়া হয়েছে বড়ো স্ক্রীন, পাওয়ারফুল ব্যাটারি ব্যাক আপ এবং বহু নতুন ফিচার। আজ আমরা এই প্রতিবেদনে কথা বলবো Samsung Galaxy A12 সম্পর্কে।
দাম
Samsung Galaxy A12 কে কোম্পানি ১৭৯ ইউরো অর্থাৎ ১৫,৮০০ টাকায় লঞ্চ করেছে। গ্রাহক এই ফোনটি বড়ো ব্যাটারির সাথে পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অনুমান করা হচ্ছে যে এই ফোনদুটি Oppo, Vivo, Xiaomi এর মতো কোম্পানিগুলিকে বাজেট সেগমেন্টে ভালোভাবে টক্কর দেবে।
স্পেসিফিকেশন
Samsung Galaxy A12 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির HD+ Infinity V ডিসপ্লে, যার স্ক্রিন রেজোলিউশন ৭২০X১৫৬০ পিক্সেল। ফোনটিতে গ্রাহক পেয়ে যাবেন ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। সাথে রয়েছে ৪জিবি+৬৪জিবি এবং ৬জিবি+১২৮জিবি এর বিকল্প ও।
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। সাথে রয়েছে ৮mp এর ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫,০০০mAh এর বড়ো ব্যাটারি এবং ১৫ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।