বেশ কিছু সময় ধরে শোনা যাচ্ছে Samsung Galaxy A12 স্মার্টফোনের সম্পর্কে। এইবার ফোনটিতে দেখা গেল ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে। এই লিস্টিং থেকে অনুমান করা যায় যে খুব শীঘ্রই কোম্পানি লঞ্চ করবে তাদের এই ফোনটিকে। এইবার লিস্টিং এ ফোনটিকে দেখা গিয়েছে A125F_DSN মডেল নং এর সাথে। তবে এই লিস্টিং থেকে জানা যায়নি ফোনটির লঞ্চ ডেট এবং কোনও ফিচার। তবে অনুমান করা হচ্ছে যে Samsung Glaxy A12 এ হেলিও পি৩৫ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ এবং ৩ জিবি র্যাম দেওয়া হবে।
টেক লিকের ওপর খবর প্রস্তুতকারী কোম্পানি SlashLeaks কিছু Galaxy A12 5G ফোনের কিছু ছবি পোস্ট করেছে। এই ছবি থেকে জানা গিয়েছে যে ফোনটিতে দেওয়া হবে ওয়াটার ড্রপ ডিসপ্লে। অনুমান করা হচ্ছে যে ফোনটিতে চারটি ক্যামেরা সেন্সার দেওয়া হয়েছে। Samsung Galaxy A12 5G এর পাসে থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
এছাড়া নীচের দিকে দেওয়া হয়েছে লাউডস্পিকার গ্রিল এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক। এখনো জানা যায়নি যে Galaxy A12 5G এবং 4G এর ডিজাইনে কি পার্থক্য হবে। সূত্র হতে জানা গিয়েছে যে SM-A12GF হতে পারে Samsung Galaxy A12 4G এর মডেল নং। খবর হতে জানা গিয়েছে যে Galaxy A12 তে দেওয়া হবে ৩২ জিবি এবং ৬৪ জিবি এর ইনবিল্ট স্টোরেজ।