মাত্র নয় বছর বয়সে যখন আর পাঁচটা শিশু স্কুল বাড়ি এবং খেলার মাঠ করে সময় কাটায় তখন ছোট্ট রায়ান কাজী রীতিমতো ধনী। এবং এই সমস্ত টাকা রোজগার করে সে নিজে। অদ্ভুত লাগলেও, একটি রিপোর্ট থেকে জানা গেছে, গত তিন বছর ধরে লাগাতার ইউটিউব থেকে সব থেকে বেশি রোজগার করেছে এই রায়ান।
এই বছর ২০২০ সালে রায়ান রোজগার করেছে প্রায় ৩ কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২২১ কোটি টাকার কাছাকাছি। বিগত ২০১৫ সালে সেই ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে। এইসময় রায়ানের বয়স ছিল মাত্র চার বছর। আমেরিকার টেক্সাস এর বাসিন্দা সে। ধীরে ধীরে তার ইউটিউব চ্যানেল রায়ানস ওয়ার্ল্ড এর ভিউ বাড়তে শুরু করে। তবে তার প্রথম চ্যানেলটির নাম ছিল রায়ান টয় রিভিউ। ওই চ্যানেলে রায়ান নতুন নতুন খেলনা আনবক্সিং এবং সেটার ব্যাপারে রিভিউ করা শুরু করেছিল। তারপর হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ার পরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে রায়ান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হল না তাকে।
এই মুহূর্তে রায়ান সর্ব মোট নয়টি ইউটিউব চ্যানেল চালাচ্ছে। যদিও রায়ান্স ওয়ার্ল্ড তার সবথেকে জনপ্রিয় ইউটিউব চ্যানেল। ওই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় তিন কোটি। ওই চ্যানেল থেকেই তার সব থেকে বেশি আয় হয়। সময় সময় ছোট রায়ান নতুন নতুন কনটেন্ট তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করেছে। এছাড়া রায়ানের একটি নিজস্ব ওয়েবসাইট আছে। পাশাপাশি নিকেলোডিয়ন চ্যানেল এ তার একটি টিভি সিরিজ চলে।