ভারতের বাজারে ক্রুসিং বাইকের কথা ভাবলেই সাধ্যের মধ্যে আসে Royal Enfield এর বাইকগুলি। এই কোম্পানি ২৫০ থেকে ৫০০ সিসি অব্দি নানাবিধ ক্লাসিক বাইক ভারতের বাজারে এনেছে। এরইমধ্যে কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে Royal Enfield Meteor 350। এই বাইক বাজারে আসার পর থেকেই জনপ্রিয়তার শিখরে আছে। যদিওবা এই বাইক কোম্পানির গর্বের বাইক Royal Enfield Classic 350 এর জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারেনি। আপনি শুনলে অবাক হবেন, লঞ্চের এক মাসের মধ্যেই Royal Enfield Meteor 350 বাইক ৭০০০ টি বিক্রি হয়ে গেছে ভারতের বাজারে।
Royal Enfield Meteor 350 বাইকে আপনি পাবেন ৩৫০সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এয়ার কুল্ড এবং লং স্ট্রোক ইঞ্জিন হতে চলেছে এটি। এই ইঞ্জিন ২০.২ ps এর সর্বাধিক পাওয়ার এবং ২৭ ন্যানো মিটার এর পিক টর্ক প্রদানে সক্ষম। এছাড়াও Meteor 350 বাইকে একটি বিশেষ ফিচার থাকবে যার নাম Tripper Navigation। এই ফিচারটি হলো কোম্পানির অফিসিয়াল ব্লুটুথ GPS সিস্টেম। এই ধরনের কানেক্টিভিটি সিস্টেম TVS Apache RTR 200 4V এবং Hero Xpulse 200 বাইকেও আমরা লক্ষ করেছি। এছাড়া বাইকে ক্লাসিক লুক দেওয়ার জন্য গোলাকার হেডল্যাম্প ও টেলল্যাম্প ব্যবহার করা হয়েছে।
Royal Enfield Meteor 350 বাইক ৩টি ভেরিয়েন্ট এ পাওয়া যাবে। সেগুলি হল -ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা। এর মধ্যে Firewall ভার্সনটি হবে Meteor 350 এর এন্ট্রি লেভেল ভার্সন। এর এক্স শোরুম মূল্য ১.৭৫ লাখ টাকা। অন্যদিকে স্টেলার এবং সুপারনোভা এর দাম যথাক্রমে ১.৮১ ও ১.৯০ লাখ টাকা। এক মাসের মধ্যেই Royal Enfield Meteor 350 বাইক ৭০৩১ টি বিক্রি হয়ে গেছে। আপনি কিনতে চাইলে দ্রুত নিকটবর্তী রয়েল এনফিল্ড ডিলারশিপ এর কাছে যান।