স্মার্টফোন আর না কিনলেও চলবে। প্রয়োজন মতো ভাড়া নিয়ে চাহিদা মেটাতে পারবেন গ্রাহকেরা। এমনই অদ্ভুত স্কিম চাল্য করল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি Samsung। এক মাস আগে এক বছর পর্যন্ত গ্রাহকেরা Samsung এর ফ্ল্যাগশিপ ফোন Galaxy Series S20 স্মার্টফোন ভাড়া নিতে পারবেন। আপাতত এই স্কিম চালু করা হয়েছে Samsung এ। তবে এই স্কিম ধীরে ধীরে অনেক দেশেই চালু করা হবে বলে জানানো হয়েছে।
এক, তিন, ছয় এবং ১২ মাসের জন্য গ্রাহকেরা ফোন ভাড়া নিতে পারবেন। নিকটবর্তী মোবাইল স্টার থেকে খুব সহজেই ভাড়া নিতে পারবেন ফোন।
কত হবে ভাড়া
এইবার প্রশ্ন হল কত টাকা ভাড়া করা হবে। ১২৮ জিবি স্টোরেজের গ্যালাক্সি S20 FE এক মাসের জন্য নিলে ৫৯.৯০/৪৯.৯০/৩৯.৯০ ইউরো ভাড়া দিতে হবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড Galaxy S20 এক মাসের জন্য নিলে ৯৯.৯০/৬৯.৯০/৫৯.৯০/৪৯.৯০ ইউরো ভাড়া দিতে হবে। Samsung Galaxy S20+ এক মাসের জন্য নিলে ১০৯.৯০/৭৪.৯০/৬৪.৯০/৫৪.৯০ ইউরো ভাড়া দিতে হবে। টপ টিয়ার Galaxy S20 এক মাসের জন্য ১১৯.৯০ ভাড়া দিতে হবে।