ভারতের বাজারে বর্তমানে এখন SUV গাড়ির চাহিদা তুঙ্গে। এই সময় অন্যতম জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Renault ভারতের বাজারে তাদের নতুন SUV গাড়ি Renault Kigar লঞ্চ করার কথা বলেছিল। অবশেষে কোম্পানি আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করল। ভারতীয় গ্রাহকরা দীর্ঘদিন ধরে এই গাড়িটির অপেক্ষায় বসে আছে। আসুন আজকের প্রতিবেদন এর নতুন গাড়িটির স্পেসিফিকেশন ও দাম সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।
Renault Kigar গাড়িটি বর্তমানে ভারতের জনপ্রিয় Nissan Magnite গাড়ির আদলে তৈরি। এই গাড়িটি লম্বায় ৩৯৯৪ মিমি ও প্রস্থে ১৭৯৪ মিমি। এই গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিমি। এই গাড়িতে ১ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন আছে এবং তাতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পাওয়া যাবে। এই ইঞ্জিন ৭২ PS পাওয়ার ও ৯৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি অটোমেটিক ট্রান্সমিশন ভার্সনেও পাওয়া যাবে। অন্যদিকে এই গাড়ির অন্য একটি ভেরিয়েন্ট এ ১ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আছে যাতে CVT অটোমেটিক ও ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার বক্স পাওয়া যাবে। এই ইঞ্জিন ১০০ PS পাওয়ার ও ১৬০ Nm টর্ক উৎপন্ন করতে পারে।
এরপর আসা যাক গাড়িটির দাম সম্বন্ধে। এই গাড়িটি ভারতীয় বাজারে এন্ট্রি লেভেল SUV হিসাবে আসছে। তাই এই গাড়িটি দাম অনেকটা Nisaan Magnite এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে রাখা হয়েছে। আশা করা হচ্ছে এই গাড়িটির দাম শুরু হবে ৫.৪৯ লাখ টাকা থেকে। গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করে গেলে বেশ কয়েকটি গাড়ির সাথে কঠিন প্রতিদ্বন্দ্বীতা পড়তে হবে। তবে কঠিন প্রতিদ্বন্দ্বীতা হলেও কোম্পানি মনে করেছে তাদের এই বাজেট লেভেলের SUV গাড়ি ভারতের বাজারে সুপারহিট হবে। কারণ এত কম দামে এত ভালো স্পেসিফিকেশন কোন কোম্পানি গাড়ি এখনো দেয়নি। এবার ভারতীয় বাজারে গাড়িটি লঞ্চ করলে তার দামের নিরিখে ভারতীয় গ্রাহকদের কাছে এই গাড়িটি কতটা পছন্দের হয় সেটাই দেখার বিষয়।