ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা Reliance Jio প্রতিদিন তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে।গ্রাহকদের সুবিধার্থে এই কোম্পানি অফার করছে বেশ কিছু এমন প্ল্যান যেগুলি আপনারা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনাদের জন্য দেওয়া হচ্ছে একের পর এক দুর্দান্ত অফার। ঠিক সে রকম ভাবে Jio এবারে আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অফার যাতে আপনারা প্রত্যেকদিন 2 জিবি করে ইন্টার্নেট ব্যবহার করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক সেই প্লানের ব্যাপারে বিস্তারিত ভাবে।
এরমধ্যে রিলায়েন্স জিওর 444 টাকার রিচার্জ প্যাক অত্যন্ত জনপ্রিয়। 500 টাকার নিচের এই প্রিপেইড প্যাকে আপনারা আকর্ষণীয় অফার পেয়ে যাচ্ছেন। জিওর এই 444 টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই জনপ্রিয় 444 টাকার প্ল্যানে আপনাদের অফার করা হয় দীর্ঘ 56 দিনের ভ্যালিডিটি। এই রিচার্জ প্ল্যান গ্রহণ করলে আপনারা প্রত্যেকদিন পেয়ে যাচ্ছেন 2 জিবি করে ডেটা। অর্থাৎ সবমিলিয়ে এই প্যাকে গ্রাহকদের অফার করা হচ্ছে 112 জিবি ইন্টারনেট। তবে যদি আপনার প্রত্যেক দিনের ইন্টারনেট কোটা শেষ হয়ে যায় তাহলে আপনার নেটওয়ার্কের স্পিড 64 কেবিপিএস গতিতে নেমে যাবে।
অন্যদিকে কলিং এর সুবিধা র দিক থেকে রিলায়েন্স জিও ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা দিচ্ছে। অফার কিন্তু এইখানেই শেষ হয়ে যায়নি, আপনারা প্রত্যেকদিন 100টি করে এসএমএস করার সুযোগ পাচ্ছেন এই প্যাক ব্যবহার করলে। অন্যদিকে সমস্ত জিও অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন তো থাকছেই।