নতুন বছরে আরও একবার Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi এর মোবাইলগুলির ওপর ই-কমার্স সাইট Amazon এ দেওয়া হচ্ছে অফার। এই সেলে ডিসকাউন্টের সাথে Redmi 9A, Redmi 9, Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max এবং Redmi 9 Prime কে কিনতে পারবেন গ্রাহক। HDFC Card ব্যবহার করলে গ্রাহক পাবেন এই সেলে ১২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যা গ্রাহকের জন্য আরও লাভজনক হতে চলেছে।
Redmi Note 9 Pro Max এর ওপর Instant Discount
Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi Note 9 Pro Max কে গ্রাহক অ্যামাজন সেলে কিনতে পারবেন ১২৫০ টাকার ডিসকাউন্টের সাথে। Redmi Note 9 Pro Mx এর ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের দাম ১৫,৯৯৯ টাকা। সেখানেই ৬ জিবি+১২৮ জিবি বিকল্পের দাম ১৮,৪৯৯ টাকা।
Redmi 9A এর ওপর ছাড়
অ্যামাজন সেলে গ্রাহক Redmi মোবাইলের ওপর পাবেন ছাড়। এই সেলে গ্রাহক ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বিকল্পটিকে কিনতে পারবেন ৬,৯৯৯ টাকায়।
Redmi 9 মোবাইল এ ৪ জিবি র্যাম+৬৪ জিবি স্টোরেজ বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ৯১৯৯ টাকায়। Redmi Note 9 Pro এর ৪ জিবি+৬৪ জিবি বিকল্পটিকে গ্রাহক এই সেলে কিনতে পারবেন ১২,৯৯৯ টাকায়।