সম্প্রতি Xiaomi তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনগুলি হল Redmi Note 9 4G, Redmi Note 9 5G এবং Redmi Note 9 Pro 5G। ফোনগুলিকে কোম্পানি লঞ্চ করেছে চীনা মার্কেটে। তবে এই ফোনগুলি আগের Redmi Note 9 সিরিজের থেকে আলাদা। কোম্পানি মার্চ মাসে ভারতে লঞ্চ করেছিল Redmi Note 9 Pro। বলা বাহুল্য যে Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro 5G একে অপরের থেকে আলাদা।
ডিভাইজ
ডিভাইজ দুটিকে দেখতে একই ধরণের। তবে Redmi Note 9 pro তে দেওয়া হয়েছে ব্যালেন্স ডিভাইজ। সেখানেই Redmi Note 9 Pro 5G তে দেওয়া হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিস।
ডিসপ্লে
Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro 5G তে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল Hd+ LCD ডিসপ্লে এবং রেজোলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল। তবে নতুন ৫জি ফোনে দেওয়া হয়েছে ১২০ হার্টজ এর ডিসপ্লে, সেখানেই আগের ফোনটিতে ছিল ৬০ হার্টজ এর রিফ্রেশ রেট।
প্রসেসর
Redmi Note 9 Pro তে অক্টাকোর Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছে। সেখানে Redmi Note 9 Pro 5G তে দেওয়া হয়েছে Snapdragon 750G প্রসেসর এবং ৫জি কানেকটিভিটি।
ব্যাটারি
Redmi Note 9 Pro তে দেওয়া হয়েছে ৫,০২০ mAh এর ব্যাটারি। সেখানেই Redmi Note 9 Pro 5G তে দেওয়া হয়েছে ৪,৮২০mAh এর ব্যাটারি এবং ৩৩w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
ক্যামেরা
Redmi Note 9 PRO 5G তে দেওয়া হয়েছে ১০৮mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। সেখানেই Redmi Note 9 pro তে দেওয়া হয়েছিল ৪৮ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ।