Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi কাজ শুরু করে দিয়েছে তাদের Note 10 সিরিজের ওপর। এই সিরিজের ফোন Redmi Note 10 Pro স্মার্টফোনকে দেখা গিয়েছে সার্টিফিকেশন সাইটে। এইবার Note 10 সিরিজের এই ফোনটিকে BIS সাইটে ও দেখা গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতে এই ফোনকে খুব শীঘ্রই লঞ্চ করা হবে।
মডেল নং M2101K6I এর সাথে ভারতীয় BIS সাইটে দেখা গিয়েছে এই ফোনটিকে। সেই লিস্টিং থেকে জানা যায়নি ফোনটির ফিচার সম্পর্কে।
এর আগে Redmi Note 10 Pro কে দেখা গিয়েছিল FCC এর সার্টিফিকেশন সাইটে। সেখানে জানা গিয়েছিল যে এই ফোনটিকে ৬জিবি+৬৪ জিবি বেস বিকল্পের সাথে লঞ্চ করবে কোম্পানি। তবে সাথে থাকবে ৬জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+১২৮ জিবি বিকল্পও। এখনও এই ফোন সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানা না গেলেও, অনুমান করা হচ্ছে যে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব শীঘ্রই জানা যাবে তথ্য।