Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi গ্লোবাল মার্কেটে Redmi Note 9T এর পরেই লঞ্চ করে দিয়েছে Redmi 9T কে ও লঞ্চ করে দিয়েছে। Redmi 9T কে বাজারে আনা হয়েছে তিন রঙের সাথে। স্মার্টফোনটিতে কোম্পনি তরফ থেকে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 662 প্রসেসর। চলুন জানা যাক ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে,
দাম
গ্লোবাল মার্কেটে লঞ্চ করা Redmi 9T এর দামের দিকে নজর দিলে এই ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি+৬৪জিবি এর একটি বিকল্প। সেই বিকল্পটির দাম কোম্পানি রেখেছে ১৫৯ ইউরো। অর্থাৎ ভারতীয় হিসেবে ১৪,৩০০ টাকা। সেখানেই গ্রাহক ৪জিবি+১২৮জিবি বিকল্পটিকে কিনতে পারবেন ১৮৯ ইউরো এর বিনিময়ে, যা ভারতীয় ১৭,০০০ টাকার সমান। সেখানেই ৬জিবি+১২৮ জিবি এর বিকল্পটিকে কেনা যাবে ১৯৯ ইউরো প্রদান করে, যা ভারতীয় ১৭,৯০০ টাকার সমান।
স্পেসিফিকেশন
Redmi 9T তে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। সেখানেই গ্রাহক এই ফোনটিতে প্রসেসর হিসেবে পাবেন Qualcomm Snpadragon 662 এর চিপসেট। অন্যদিকে এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১০ ওএসের ওপরে। Redmi 9T একটি বাজেট স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৪৮mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। সেখানেই সেলফির জন্য দেওয়া হয়েছে ৮mp এর ক্যামেরা। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৬,০০০ mAh এর ব্যাটারি এবং ১৮w এর ফাস্ট চার্জিং সাপোর্ট।