অনেক অপেক্ষার পড়ে অবশেষে Xiaomi এর সাবব্র্যান্ড Redmi লঞ্চ করে দিয়েছে Redmi Note 9 5G সিরিজের দুটি ফোন। এই সিরিজে রয়েছে Redmi Note 9 5G এবং Redmi Note 9 Pro 5G এর দুটি ফোন। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো Redmi Note 9 5G সম্পর্কে। চলুন শুরু করা যাক,
দাম
ফোনটিকে কোম্পানি বর্তমান চীনে লঞ্চ করেছে। Redmi Note 9 5G কে লঞ্চ করেছে ৮ জিবি+১২৮ জিবি ভ্যারয়েন্টে। ফোনটির এই বিকল্পের দাম রাখা হয়েছে ১৫৯৯ ইউয়ান অর্থাৎ প্রায় ভারতীয় ১৬,৮১৮.৫৩ টাকা। সেখানেই ফোনটির ৬ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ১২৯৯ ইউয়ান অর্থাৎ ১৪,৫৭৩.৯০ টাকার সমান। অন্যদিকে ফোনটির ৮জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্ট টির দাম রাখা হয়েছে ১৬৯৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় ১৯,০৬৩ টাকা।
স্পেসিফিকেশন
Redmi তাদের সবচেয়ে সস্তা 5G ফোন Redmi Note 9 5G তে দেওয়া হয়েছে Mediatek Dimendity 800U এর প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির Full HD+ IPS LCD স্ক্রিন, যার স্ক্রিন রেজোলিউশন ১০৮০x২৩৪০ পিক্সেল। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হয়েছে ৫,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
চলুন এইবার আলোচনা করা যাক ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে সেলফির জন্য দেওয়া হয়েছে ১৩ mp এর ফ্রন্ট ক্যামেরা।