আগামী মাসে জনপ্রিয় টেক কোম্পানি Xiaomi লঞ্চ করতে চলেছে তাদের Note 10 সিরিজ। Note 10 সিরিজের একটি ফোন Xiaomi Redmi Note 10 Pro লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কিছু লিক হতে জানা গিয়েছে এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য। তবে কোম্পানি হতে এই সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। চলুন আলোচনা করা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
দাম
অনুমান করা হচ্ছে যে এই ফোনটির দাম রাখা হবে ১৮,৯৯৯ টাকা। তবে কোন কোন বিকল্পে ফোনগুলি লঞ্চ হবে তা সম্পর্কে কোনও কিছুই জানা যায়নি।
স্পেসিফিকেশন
ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। তবে কোম্পানি কোনও তথ্যই জানায়নি। Redmi Note 10 4G তে দেওয়া হতে চলেছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে। পাওয়ার প্রদানের জন্য ফোনটিতে দেওয়া হতে পারে ৬,০০০ mAh এর বড় ব্যাটারি। সাথে দেওয়া হতে পারে ২২.৫ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অনুমান করা হচ্ছে এ কোম্পানি তরফ থেকে এই ফোনে দেওয়া হতে পারে ৪৮mp এর কোয়াড ক্যামেরা সেট আপ।