কিছুদিনের মধ্যে Xiaomi এর সাব ব্রান্ড Redmi তাদের নতুন Redmi K40 সিরিজ লঞ্চ করতে চলেছে। সিরিজটির সার্টিফিকেশনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে কোম্পানি এখনও লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানায়নি। তবে অনুমান করা হচ্ছে যে ফোনটি কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজ হবে। বলা বাহুল্য, সম্প্রতি কিছুদিন আগে কোম্পানি তাদের Redmi K30 সিরিজের বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই লঞ্চ হবে এই ফোনটি।
ক্যামেরা-
এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। Redmi K40 তে দেওয়া হতে পারে ৬৪ mp এর প্রাইমারী ক্যামেরা, যেখানে ব্যবহার করা হবে sony IMX686 সেন্সার। এছাড়া অন্যদিকে ফোনটিতে দেওয়া হতে পারে ৩৩W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
কি রয়েছে বিশেষ
সূত্র হতে জানা গিয়েছে Redmi K40 তে কোম্পানি দিতে চলেছে OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে চলেছে ১২০Hz। এটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে হতে চলেছে বলেও জানা গিয়েছে।
সেখানেই কিছুদিন আগে আসা একটি রিপোর্টে জানা গিয়েছে যে Redmi K40 Pro কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে, যেখানে থাকবে Snaspdragon 875 প্রসেসর। অন্যদিকে Redmi K40 তে দেওয়া হতে পারে Mediatek Dimensity 1000+ । ফোনগুলি আসতে চলেছে ৫জি কানেকটিভিটির সাথে।