আগামী ২৭ আগস্ট ভারতে আসতে চলেছে Xiaomi র নতুন স্মার্টফোন Redmi 9। তার আগেই, এই স্মার্টফোনের ভারতীয় ভেরিয়েন্ট এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল অনলাইনে। মনে করা হচ্ছে, কিছুদিন আগে রিলিজ হওয়া Redmi 9C স্মার্ট ফোন আবার নতুন করে তৈরি করা হবে Redmi 9 হিসাবে। একজন জনপ্রিয় টিপ স্টার এই নতুন স্মার্টফোন Redmi 9 এর কিছু স্পেসিফিকেশন এবং ছবি আমাদের সামনে নিয়ে এসেছেন। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
স্পেসিফিকেশন –
জনপ্রিয় টিপ স্টার সুধাংশু অম্বর টুইটারে এই নতুন স্মার্টফোন Redmi 9 এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছেন সম্প্রতি। এছাড়াও তিনি এই স্মার্টফোনের কিছু ছবিও তুলে ধরেছেন।
নতুন স্মার্টফোনে থাকছে চলেছে একটি চৌকো ক্যামেরা মডিউল। পাশাপাশি মনে করা হচ্ছে এই ডিভাইস আসবে তিনটি রঙের ভেরিয়েন্টে, – কমলা, নীল এবং কালো। এছাড়াও তিনি ভারতীয় ভেরিয়েন্ট এর সমস্ত স্পেসিফিকেশন আমাদের জানিয়েছেন।
এই স্মার্টফোনে থাকছে চলেছে ৬.৫৩ ইঞ্চি এলসিডি এইচডি প্লাস রেজুলিউশনের ডিসপ্লে। যার পিক্সেল কোয়ালিটি ৭২০×১৬০০ এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই স্মার্টফোনের ডুয়াল লেন্স সেটআপ থাকতে চলেছে, যা থাকবে এই চৌকো ক্যামেরা মডিউলে। এই ফোনে থাকবে একটি ১৩ মেগা পিক্সেলের প্রাইমারি সেনসর যার অ্যাপারচার f/2.2। সঙ্গে থাকবে, বোকে ইফেক্টের জন্য একটি ২ মেগাপিক্সেলের এডসেন্সের যার অ্যাপারচার ভ্যালু f/2.4। এছাড়াও থাকবে একটি, ৫ মেগা পিক্সেলের সেন্সর সেলফি এবং ভিডিও কলিং এর জন্য।
এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর। এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য এই প্রসেসর যথেষ্ট ভালো। আপনারা এই স্মার্টফোনে পাবেন ডুয়াল সিম সাপোর্ট। সঙ্গে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে যার মাধ্যমে আপনারা স্টোরেজ ৫১২ জিবি অব্দি বাড়িয়ে নিতে পারবেন। এই স্মার্টফোনে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকছে মাইক্রো ইউএসবি ২.০ এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।