Xiaomi ভারতে লঞ্চ করে দিয়েছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 9 Power। এই নতুন স্মার্টফোনে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ ডিসপ্লে এবং কোয়াড রিয়ার ক্যামেরা। দেখার বিষয় হল Redmi Note 4g এর রিব্রান্ডেড ভার্সান, তবু পার্থক্য রয়েছে ক্যামেরা, র্যাম এবং স্টোরেজে। Redmi এর এই ফোনটি টক্কর দিতে চলেছে Galaxy M11, Vivo V20 এবং Oppo A53 এর সাথে।
দাম এবং উপলব্ধতা
Redmi 9 Power এ দেওয়া হয়েছে ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কে ভারতে লঞ্চ করা হয়েছে ১০,৯৯৯ টাকায়। ৪ জিবি+১২৮জিবি বিকল্পটির দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। স্মার্টফোনটিকে চারটি রঙের সাথে লঞ্চ করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রাহক ২২ এ ডিসেম্বর দুপুর ১২ টার সময় ই ফোনটিকে কিনতে পারবেন Amazon থেকে।
স্পেসিফিকেশন
কোম্পানি সম্প্রতি Redmi Note 9 4G কে যে স্পেসিফিকেশন এর সাথে চীনে লঞ্চ করেছিল Redmi 9 Power এ ও থাকতে পারে সেই সমস্ত স্পেসিফিকেশন। সেই অনুমানের ভিত্তিতে, Redmi 9 Power এ দেওয়া হবে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ওয়াটার নচ ড্রপ দেখা যাবে এই ফোনে। ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে চলেছে সেলফির জন্য। অন্যদিকে রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফোনটিকে চালানো হবে Snapdragon 662 প্রসেসরের সাথে। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।