Xiaomi এর তরফ থেকে সম্প্রতি চীনে লঞ্চ করা হয়েছে Redmi Note 9 সিরিজের তিনটি ফোন। তবে তখন কোম্পানি তরফ থেকে কিছুই বলা হয়নি ফোনগুলির ভারতীয় লঞ্চ সম্পর্কে। কিন্তু এইবার কিছু লিক থেকে জানা গিয়েছে যে কোম্পানি সম্প্রতি লঞ্চ করা Redmi Note 9 4G কে ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ করবে Redmi 9 Power এর নামে।
জনপ্রিয় টিস্টার মুকুল শর্মা কিছু সময় আগে একটি স্ক্রিনশর্ট শেয়ার করেছেন। এই ক্রিনশটে দেখা গিয়েছে Redmi 9 Power কে। সেখানে Redmi 9 Power এর যে কোড নাম দেওয়া হয়েছে তা কিছুদিন আগে কোম্পানি ব্যবহার করেছিল Redmi Note 9 4G তে ও। সেই থেকে স্পষ্ট যে কোম্পানি বাজেট সেগমেটে লঞ্চ করবে Redmi 9 Power কে। দুটি বিকল্পের সাথে লঞ্চ করা হতে চলেছে এই ফোনটিকে। কোম্পানি ৪জিবি+৬৪ জিবি এবং ৪জিবি+ ১২৮ জিবি বিকপ্লে লঞ্চ হবে এই ফোনটিকে। কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে সবুজ, নীল এবং কালো রঙে।
কোম্পানি সম্প্রতি Redmi Note 9 4G কে যে স্পেসিফিকেশন এর সাথে চীনে লঞ্চ করেছিল Redmi 9 Power এ ও থাকতে পারে সেই সমস্ত স্পেসিফিকেশন। সেই অনুমানের ভিত্তিতে, Redmi 9 Power এ দেওয়া হবে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ওয়াটার নচ ড্রপ দেখা যাবে এই ফোনে। ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে চলেছে সেলফির জন্য। অন্যদিকে রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফোনটিকে চালানো হবে Snapdragon 662 প্রসেসরের সাথে। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।