Redmi ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 9 Power লঞ্চ করতে চলেছে। কিছু দিন সময় ধরে Redmi 9 Power এর সাথে জড়িত বেশ কিছু তথ্য সামনে এসেছে। একটি লিক হতে জানা গিয়েছে যে কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে এই ডিসেম্বর মাসেই। জানা গিয়েছে যে এই ফোনটি Redmi Note 9 4G এর রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট হতে চলেছে। সম্প্রতি ফোনটিকে দেখা গিয়েছে গুগল প্লে কন্সোলের মডেল নং M2010J19SI এর সাথে লিস্ট করা হয়েছে।
লঞ্চ ডিটেল
টিস্টার মুকুল শর্মা এর একটি টুইট হতে জানা গিয়েছে যে কোম্পানি ১৫ ই ডিসেমর মাসে দেশে Redmi 9 Power কে লঞ্চ করবে। এছাড়া মুকুল শর্মা জানিয়ে দিয়েছেন যে এটা Redmi 9 Power এর লঞ্চিং ডেট কোনও ভাবেই পরিবর্তন করবেনা কোম্পানি।
স্পেসিফিকেশন
কোম্পানি সম্প্রতি Redmi Note 9 4G কে যে স্পেসিফিকেশন এর সাথে চীনে লঞ্চ করেছিল Redmi 9 Power এ ও থাকতে পারে সেই সমস্ত স্পেসিফিকেশন। সেই অনুমানের ভিত্তিতে, Redmi 9 Power এ দেওয়া হবে ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ওয়াটার নচ ড্রপ দেখা যাবে এই ফোনে। ৮ mp এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে চলেছে সেলফির জন্য। অন্যদিকে রিয়ার ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফোনটিকে চালানো হবে Snapdragon 662 প্রসেসরের সাথে। পাওয়ার প্রদানের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬,০০০mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ১৮W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।