জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি তাদের নতুন ৫জি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার ও কম। এই ফোনটি হল Realme V15 5G। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 800U প্রসেসর। সাথে রয়েছে ৫০w এর ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে রয়েছে ৬৪ mp এর প্রাইমারী ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৪৯৯ ইউয়ান অর্থাৎ প্রায় ১৭,০০০ টাকার সমান।
Realme V15 5G এর বিকল্পগুলি এবং দাম
Realme V15 5G ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ বিকল্পটির দাম রাখা হয়েছে ১৭ হাজার টাকা। তবে এখন ১৫,৮০০ টাকায় গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন। সেখানেই ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজের বিকল্পটিকে গ্রাহক কিনতে পারবেন ১৯৯৯ ইউয়ান এ। অর্থাৎ ভারতীয় ২২,৬০০ টাকায়। জানা গিয়েছে যে এই ফোনটির বিক্রি কোম্পানি শুরু করবে ১৪ ই জানুয়ারি থেকে।
স্পেসিফিকেশন
Realme এর এই ফোনে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে Mediatek Dimensity 800U প্রসেসর। অন্যদিকে ক্যামেরার দিক থেকে দেখলে এই ফোনে দেওয়া হয়েছে ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১৬mp এর ক্যামেরা। পাওয়ার হিসেবে দেওয়া হয়েছে ৪,৩১০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট চার্জিং এর সাপোর্ট।