Realme X7 Pro 5G কে জানুয়ারি মাসে লঞ্চ করা হবে ভারতে। কিন্তু এখনও কোম্পানির তরফ থেকে জানা যায়নি লঞ্চ ডেট। Realme X7 এর ভারতীয় এডিশনে দেওয়া হবে Dimensity 5G চিপসেট। এই কথা প্রথম লক্ষ্য করেন টিস্টার মুকুল শর্মা। মুকুল শর্মা জানিয়েছেন যে তিনি এটি দেখেছেন Realme India এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই তথ্য জানা গিয়েছে ৯১ মোবাইলস এর পক্ষ থেকে।
Realme X7 Pro কে রিয়ালমি ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গিয়েছে। অর্থাৎ এর থেকে বলা চলে যে ফোনটি খুব শীঘ্রই দেশে লঞ্চ করা হবে। কোম্পানি চীনে এই ফোনটিকে লঞ্চ করেছিল সেপ্টেম্বর মাসে। মিড রেঞ্জ ক্যাটাগরিতে লঞ্চ হয়েছিল এই ফোন।
Realme X7 Pro তে দেওয়া হয়েছিল ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হয়েছে Dimensity 1000+ চিপসেট। অন্যদিকে দেওয়া হয়েছে ৮ জিবি র্যামের সাপোর্ট। সাথে ৫৬ জিবির ইনবিল্ট স্টোরেজ। পাওয়ার প্রদানের জন্য দেওয়া হবে ৪,৫০০ mAh এর ব্যাটারি এবং ৬৫ w এর ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা হিসেবে এই ফোনে দেওয়া হয়েছিল ৬৪mp এর কোয়াড ক্যামেরা সেট আপ। চীনে দাম রাখা হয়েছিল ২,১৯৯ ইউয়ান অর্থাৎ ভারতীয় হিসেবে ২৩,৪০০ টাকার সমান।
সেখানেই Realme X7 এ দেওয়া হয়েছিল ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে আল্ট্রাকোর ডাইমেন্সিটি ৮০০U। ফোনটিতে ৬জিবি/৮জিবি র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।ফোনের পিছনে ৬৪+৮+২+২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছারা সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সম্পন্ন ৪৩০০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে বলাও জানা গিয়েছে।Realme X7 এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,৭৯৯ ইউয়ান অর্থাৎ ভারতে ১৯,৪০০ টাকার সমান। সেখানেই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ২,৩৯৯ ইউয়ান অর্থাৎ ২৫,৬০০ টাকার সমান।