চীনা স্মার্টফোন কোম্পনি Realme ভারতে তাদের প্রথম 5G স্মার্টফোন Realme X50 Pro লঞ্চ করেছিল আজ থেকে প্রায় ৬ মাস আগে। এইবার তারা তাদের নতুন 5G সিরিজ Realme X7 ভারতে লঞ্চ করতে চলেছে। সম্প্রতি Realme এর ভারতীয় CEO জানিয়েছেন যে বহু 5G স্মার্টফোন Realme ২০২১ এ নিয়ে আসবে। আগের মাসে এইজন্য জনপ্রিয় ভারতীয় টেক ইনফ্লুয়েন্সার দাবি করেছিলেন ডিসেম্বর মাসে ভারতে X7 সিরিজের লঞ্চ নিয়ে। কিন্তু আগের সপ্তাহে মিডিয়াটেক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অঙ্কু জৈন ভারতে এই ফোনগুলি লঞ্চের দিকে ঈশারা করেন।
এইবার, Realme India এর সিইও মাধব শেঠ নিজে জানিয়েছেন যে এই সিরিজ টিকে ভারতে কোম্পানি এই বছর লঞ্চ করবেনা। ফোনটিকে লঞ্চ করা হবে ২০২১ এ। তিনি জানান যে, ফোনটি লঞ্চ করা হবে ‘democratize 5G Tecnology 2021’ এর অধীনে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে আগামী বছর Realme এর তরফ থেকে বেশ অনেকগুলি 5G ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তবে গ্রাহক এই ফোনগুলিকে ৫জি কানেকটিভিটির সাথে ভারতে ব্যবহার করতে পারবেন না। কারণ ভারতে এখনও কোনও 5G নেটওয়ার্ক তৈরি হয়নি।
তবে হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে কেন এই 5G ফোনগুলিকে ভারতে লঞ্চ করছে। উত্তরটি খুবই সোজা। তারা চাইছে আগে থেকে ভারতের 5G মার্কেট টিকে ধরে রাখতে। তাতে যখন ভারতে ৫জি নেটওয়ার্ক আনা হবে, তখন গ্রাহক এবং কোম্পানি উভয়েরই সুবিধা হবে সেটিকে ব্যবহার করতে। অপর একটি কারণ হল প্রতিটি চীনা কোম্পানি ই নজর দিয়েছে 5G ফোনের দিকে। চীনে 5G নেটওয়ার্ক থাকায় অন্যদেশের জন্য আলাদা করে ৪জি ফোন লঞ্চের কোনও মানে দাঁড়ায় না বলে মনে করেন তারা।