Realme তাদের জনপ্রিয় C সিরিজের অন্যতম নতুন স্মার্টফোন Realme C20 কে লঞ্চ করতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনটিকে থাইল্যান্ডে NBTC অথরিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, কোম্পানি এই ফোনটিকে লঞ্চ করবে মডেল নং RMX3061 এর সাথে। ফোনটির স্পেসিফিকেশন সমর্কে এখনও বিশেষ কোনও তথ্যই জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে কোম্পানি লঞ্চ করবে।
থাকবে ৫,০০০ mAh এর ব্যাটারি
মডেল নং RMX3063 এখনও টেক জগতে খুবই চর্চায় রয়েছে। ফোনটির সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও, মনে করা হচ্ছে যে এই ফোনটি Realme C20 সিরিজ হিসেবে লঞ্চ করা হবে বাজারে। এই মডেল টিকে সম্প্রতি দেখা গিয়েছে বিভিন্ন লিস্টিং সাইটে। তার মধ্যে রয়েছে BIS সাইট টিও। অর্থাৎ খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে এই ফোনটিকে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই স্মার্টফোনে দেওয়া হবে ৫,০০০ mAh এর ব্যাটারি।
সম্প্রতি মাই স্মার্ট প্রাইজের একটি রিপোর্ট থেকে দুটি স্মার্টফোন সম্পর্কে জানা গিয়েছে। দুটি ফোনকেই সম্প্রতি লিস্ট করা হয়েছে ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ। এই তথ্য জানিয়েছেন জনপ্রিয় টিস্টার মুকুল শর্মা।