২০১৯ এর ডিসেম্বর মাসে Realme জানিয়েছিল Realme Koi সিরিজ সম্পর্কে। এই সিরিজ এর আগে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। জানা গিয়েছে যে এই সিরিজের ফোনগুলি কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ফোন হবে। এইবার জানা গিয়েছে যে Snapdragon 888 প্রসেসর দেওয়া হবে এই ফোনে। অন্যদিকে এই সিরিজের ফোনটিকে কোম্পানি লঞ্চ করবে Realme V15 নামে। এই তথ্য জানা গিয়েছে ভিবো হতে।
Realme V15 কে চীনে বিভিন্ন রিটেলারের কাছে প্রি বুকিং এর জন্য উপলব্ধ করা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে ফোনটির ফ্রণ্ট ডিজাইন সম্পর্কে। এউ ফোনে দেওয়া হবে পাঞ্চ হোল ডিসপ্লে। অন্যদিকে বেশ অনেক তথ্য জানা গিয়েছে এই ফোনটি সম্পর্কে। জানা গিয়েছে যে এই ফোনটির ওজন হবে ১৭৬ গ্রাম। ফোনটিতে ব্যবহার করা হবে Dimensity 800U এর চিপসেট। সাথে দেওয়া হবে ৫০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
বেশ কিছু ফোনকে দেখা গিয়েছে বেঞ্চমার্কিং সাইট গীক বেঞ্চে। সেখানে দেখা গিয়েছে যে এই ফোনের মডেল নং RMX2092 এবং RMX3093। লিস্টিং থেকে জানা গিয়েছে যে এই ফোনদুটিতে দেওয়া হবে ডাইমেনসিটি ৭২০ এর চিপসেট, ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস। এর থেকে অনুমান করা হচ্ছে যে এই মডেল নং এর সাথে লঞ্চ হতে চলা ফোনদুটি একটি ই ফোন।