একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে সম্প্রতি ফাঁস হয়ে গেল রিয়েলমির নতুন ডিভাইস Realme 7 Pro এর বেশকিছু স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন থেকে আমরা জানতে পেরেছি যে, এই স্মার্টফোনে থাকবে ৪,৫০০ mAh ব্যাটারি এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই চার্জিং সাপোর্ট হবে রিয়েল মির নিজস্ব SuperDart চার্জিং টেকনোলজি। এই স্মার্টফোন তৈরি হবে সম্পূর্ণরূপে চিনে।
এই মাসের প্রথম দিকে বেশ কিছু টিপ স্টার একটি স্ক্রিনশট সবার সামনে নিয়ে আসেন। সেই স্ক্রিনশটে ছিল একটি মডেল নম্বর RMX2170। এই মডেল নম্বর দেখে অনেকে মনে করেছিল যে, এই স্মার্টফোন হতে পারে Realme X3 Pro। তবে সম্প্রতি একটি নতুন সার্টিফিকেশন স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, ওই মডেল নম্বর ছিল Realme 7 Pro স্মার্টফোনের।
তবে এখনও অবধি এই স্মার্ট ফোনের ব্যাপারে বেশি কিছু জানা যায়নি। তিনটি স্মার্টফোনের ব্যাপারে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তারমধ্যে RMX 2101 হলো Realme C17, RMX2170 হলো Realme 7 Pro এবং RMX2103 হলো Realme 7i। এই তিনটি স্মার্ট ফোন LTE অনলি স্মার্টফোন হতে পারে। মনে করা হচ্ছে এখানে ফাইভ-জি টেকনোলজি থাকবে না।
অন্যদিকে এই স্মার্টফোনের দামের ব্যাপারে আমরা কিছুটা তথ্য পেয়েছি। জানা গিয়েছে যে, এই স্মার্টফোনের দাম হবে ২৭০ মার্কিন ডলারের কাছাকাছি, যা ভারতীয় মুদ্রায় ২০,০০০ টাকার আশে পাশে দাঁড়ায়। এছাড়াও রিয়েল মি আর কিছুদিনের মধ্যেই লঞ্চ করতে চলেছে তাদের নতুন 5G স্মার্ট ফোন Realme X3 Pro।