চীনের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বর্তমানে এমন কিছু স্মার্টফোনের উপরে কাজ করছে যেগুলি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এই নতুন রিয়েলমি সিরিজে আপনারা পেয়ে যাবেন এমন কিছু স্মার্টফোন যেখানে থাকবে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, পাশাপাশি এই স্মার্টফোন হবে ৮ মিলিমিটার অব্দি মোটা। চীনের রেগুলেটরি ওয়েবসাইট Tenna তে সম্প্রতি রিয়েলমির বেশকিছু স্মার্ট ফোন RMX2121, RMX2176, RMX2200, এবং RMX2201 মডেল নম্বর এর সাথে লিস্ট করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এই নতুন নেক্সট জেনারেশন মডেলগুলি সাজবে রিয়েল মি X এবং রিয়েল মি 8 স্মার্টফোন হিসাবে।
গত সপ্তাহে টেনা ওয়েবসাইটে Realme RMX2176 মডেল নাম্বারের স্মার্ট ফোন আনা হয়েছিল। যেখানে এর সমস্ত স্পেসিফিকেশন এবং কিছু ছবি পোস্ট করা হয়েছে। এছাড়াও, টেনা লিস্টিং অনুসারে, এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ডুয়াল সেল ব্যাটারি এবং ৪,৩০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারির অপশন। ফোনের স্ক্রিন হবে ফুল এইচডি প্লাস রেজুলিউশনের ৬.৪৩ ইঞ্চি দীর্ঘ। এই ডিসপ্লে হবে অ্যামোলেড এবং হোল পাঞ্চ যুক্ত। এছাড়াও আপনারা পাবেন অক্টা কোর প্রসেসর এবং ৮ জিবি RAM। এছাড়াও এই স্মার্টফোনে থাকতে চলেছে কোয়াড ক্যামেরা সেটআপ যাতে আপনারা পাবেন ৬৪ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং দুটি ২ মেগা পিক্সেলের সাহায্যকারী ক্যামেরা। শুধু তাই নয়, এই ফোনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
টুইটারে ডিজিটাল চ্যাট স্টেশন নামক টিপস স্টার জানিয়েছেন, এই নতুন রিয়েলমি সিরিজে ৪,৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে একটি স্ট্যান্ডার্ড ভার্সন এবং ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে একটি ফ্ল্যাগশিপ ভার্শন দেখা গিয়েছে। দুটি স্মার্টফোনেই থাকবে ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই সিরিজের দ্বিতীয় মডেল RMX2121 এ থাকতে চলেছে ডুয়াল সেল ব্যাটারি সেটআপ। এছাড়াও জানা যাচ্ছে যে, এই ফোন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর সঙ্গে বাজারে আসতে চলেছে।