Realme তাদের গ্রাহকদের জন্য ‘Realme Days Sale’ এর আয়োজন করেছে। ১৫ ই ফেব্রুয়ারি থেকে এই সেল শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই সেল চলবে ১৯ এ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্রাহক এই সেল পেয়ে যাবেন ই কমার্স সাইট ফ্লিপকার্ট এ। সেখানে গ্রাহক Realme X50 Pro তে ৭,০০০ টাকায় ছাড় পাবেন। চলুন জানা যাক এই সেল স্মার্টফোনের ওপর কি ধরণের ছাড় পাওয়া যাবে তা সম্পর্কে,
Realme X50 Pro
এই সেলে গ্রাহক এই ফোনটিকে পাবেন ৭,০০০ টাকা ছাড়ের সাথে। এই ফোনটিকে ছাড়ের পরে কেনা যাবে ৩৪,৯৯৯ টাকায়। সেখানেই Realme X50 Pro এর আসল দাম ৪১,৯৯৯ টাকা। বলা বাহুল্য, এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬৫w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। কোম্পানি তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ফোনটিকে কেবল ৩৫ মিনিটে ১০০% চার্জ দেওয়া যাবে। সাথে রয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ।
Realme Narzo 20 Pro
যদি আপনি Realme Narzo 20 Pro কে কেনার কথা ভেবে থাকেন তবে এই সেল আপনার জন্য একটি সুযোগ হতে পারে। এই সেলে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন, ১,০০০ টাকা ছাড়ের সাথে। অর্থাৎ গ্রাহক এই ফোনটিকে ১৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
Realme C11
এই স্মার্টফোনটিকে গ্রাহক কিনতে পারবেন ৫০০ টাকা ছাড়ের সাথে। ছাড়ের পরে ফোনটির দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। আগে এই ফোনটির দাম ছিল ৭,৪৯৯ টাকা।
Realme 7
এই স্মার্টফোনের আসল দাম বর্তমানে ১৪৯৯৯ টাকা। কিন্তু Realme Days Sale এ কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। বলা বাহুল্য, এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ mAh এর ব্যাটারি। সেখানেই এই ফোনটিতে রয়েছে ৬৪ mp এর কোয়াড ক্যামেরা সেট আপ।