জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Realme লঞ্চ করতে চলেছে তাদের C সিরিজের পরবর্তী ফোন। ৫ মার্চ ভারতে লঞ্চ করা হবে এই ফোঙ্কে। এইদি কোম্পানি একটি টিজার প্রকাশের মাধ্যমে লঞ্চ ডেট সম্পর্কে গ্রাহকদের জানিয়ে দিয়েছে। Realme এর মালয়েশিয়ার ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ফোনটিকে। জানা গিয়েছে যে এই বাজেট ফোনে থাকতে চলেছে ৫,০০০ mAh এর ব্যাটারি। এছাড়া অনুমান করা হচ্ছে যে, এই ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ।
Realme এর তরফে এইদিন জানিয়ে দেওয়া হয়েছে, বাকি স্মার্টফোনগুলির তুলনায় Realme C21 থাকবে অধিক বড় ডিসপ্লে। ইতিমধ্যেই ফোনটিকে AliExpress এর ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। সেই লিস্ট থেকে জানা গিয়েছে ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য।
ফিচার এবং স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ৬.৫২ ইঞ্চির LCD ডিসপ্লে। ফোনের ফ্রন্ট ক্যামেরার জন্য রয়েছে ওয়াটার ড্রপ নচ। প্রসেসর হিসেবে এই ফোনে দেওয়া হতে চলেছে MediaTek Helio G35 এর চিপসেট। Realme C21 ফোনে স্টোরেজ হিসেবে থাকতে চলেছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের বিকল্প। এইবার কথা বলা যাক ফোনটির ক্যামেরার। এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ১৩mp এর প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেট আপ।
দাম
AliExpress এর লিস্টিং থেকে ফোনটির দাম সম্পর্কে অনুমান পাওয়া গিয়েছে। ফোনটিকে কোম্পানি লঞ্চ করতে চলেছে বাজেট সেগমেন্টে। এই ফোনের দাম ১১,২০০ টাকা থেকে ১১,৮০০ টাকা পর্যন্ত রাখা হবে বলে জানা গিয়েছে সূত্র হতে।