অন্যতম জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানি Realme খুব শীঘ্রই বাজেট সেগমেন্টে লঞ্চ করতে চলেছে তাদের আরেকটি ফোন Realme c21। সম্প্রতি এই ফোনটিকে দেখা গিয়েছে BIS সার্টিফিকেশন সাইটে। সেই লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এই ফোনটিকে খুব শীঘ্রই RMX3201 এর সাথে লঞ্চ করবে ভারতে। জানা গিয়েছে যে এই ফোনটিকে কোম্পানি লঞ্চ করতে চলেছে Realme C11 এর সাক্সেসর হিসেবে।
বলা বাহুল্য, আগের বছর এই সময় Realme তাদের বাজেট ফোন Realme C11 কে ৮,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল৷ তবে এখন ফ্লিপকার্ট -এ ৭,৪৯৯ টাকা করে দেওয়া হয়েছে। এই দামে গ্রাহক পাবেন ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। অনুমান করা হচ্ছে যে Realme C21 কে কোম্পানি ভারতে ১০,০০০ টাকার থেকে কমের রেঞ্জে লঞ্চ করবে৷
স্পেসিফিকেশন
সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন সাইট হতে এই ফোন সম্পর্কে বেশ কিছু স্পেসিফিকেশন জানা গিয়েছে। লিস্টিং থেকে জানা স্পেসিফিকেশনগুলির মধ্যে অন্যতম হল ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে কোম্পানি তরফ থেকে ১০ w এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া এই স্মার্টফোন চলবে Android 10 ওএস এর ওপর। অনুমান করা হচ্ছে যে C21 কোম্পানির সি সিরিজের সবচেয়ে আধুনিক ফোন হতে চলেছে। এই ফোনে থাকবে এন্ট্রি লেভেল ফোনের সমস্ত ফিচার। কোম্পানি এই ফোনকে লঞ্চ করবে আগামী মাস অথবা মার্চ মাসে, এমনটাই সূত্রের খবর।
Realme C11 এর স্পেসিফিকেশন
Realme C11 এ দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫। ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টরেজের সাথে লঞ্চ হয়েছে এই ফোনটি। ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা । ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।স্মার্টফোনটিতে ৫০০০ mAh এর ব্যাটারির সাথে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।