জনপ্রিয় ই- কমার্স সাইট Flipkart এ শুরু হয়ে গিয়েছে Mobile Year End Sale। এই সেলে গ্রাহক তার পছন্দের কোম্পানির ফোন কিনতে পারবেন আকর্ষণীয় দামে। গ্রাহক যদি বছরের শেষে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি তার জন্য একটি সুযোগ হতে পারে। ফ্লিপকার্টের এই সেলে বাজেট ফোন Realme C15 কে কেনা যাচ্ছে নতুন অফারের সাথে। চলুন জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত ভাবে,
Realme C15
এই সেলে গ্রাহক Realme C15 কে কিনতে পারবেন ৮৯৯৯ টাকায়। তবে এই দামটি রাখা হয়েছে ৩জিবি +৩২ জিবি বিকল্প টির জন্য। অন্যদিকে ৪ জিবি+৬৪ জিবি এর ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে ৮,৯৯৯ টাকার ফোনটিকে গ্রাহক ৫৯৯ টাকায় ও কিনতে পারবেন। কারণ রিয়েছে ৮,৪০০ টাকার এক্সচেঞ্জ অফার।
স্পেসিফিকেশন
Realme C15 Holiday Edition স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিড ডিসল্পে। জানা গিয়েছে যে, Realme C15 Holiday Edition এ মিনি ড্রপ নচ ডিসপ্লে ডিজাইন দেওয়া হয়েছে যা গ্রাহকদের আরও আকর্ষণ করবে বলে গ্রাহকদের ধারণা। যদি আপনি সেলফিপ্রিয় একজন গ্রাহক অথবা ছবি তুলতে ভালোবাসেন এমন একজন গ্রাহক হন, তবে আপনার এই ফোনের ক্যামেরা অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে।
ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার F/২.২ বলে জানা যায়। এছাড়া কোয়াড সেটআপ এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি রেট্রো সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এই স্মার্টফোনটি চলবে Snapdragon 460 প্রসেসরের সাথে। র্যাম ও ইন্টারনাল স্টোরেজের ওপর বেস করে গ্রাহকের সামনে দুটি বিকল্প তুলে ধরেছে রিয়ালমি। প্রথম বিকল্পে গ্রাহক পাবেন ৩জিবি র্যাম এবং ৩২ জিবি ইনটার্নাল স্টোরেজ, দ্বিতীয় বিকল্পে গ্রাহক পেবেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ । Realme C15 এ রয়েছে ৬০০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারির সাথে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট।