আজ দুপুর ১২ টা থেকে শুরু হয়ে গিয়েছে Realme এর Black Friday সেল। এই সেলে গ্রাহক Realme এর ফোনগুলি কনতে পারবেন অফারের সাথে। তবে এই সেলটি কেবল স্মার্টফোনে সীমাবদ্ধ নয়। এই সেলে গ্রাহক কিনতে পারবেন Realme এর স্মার্টওয়াচ এবং earphone ও। এই সেলটি চলবে ফ্লিপকার্টে। চলুন জানা যাক ফোনগুলি সম্পর্কে যেগুলির ওপর এই সেলে গ্রাহক পেয়ে যাবেন আকর্ষক ডিসকাউন্ট।
এই সেলে গ্রাহক পেয়ে যাবেন এন্ট্রি লেভেল স্মার্টফোন Realme C3 কে ১,০০০ টাকা ছাড়ের সাথে। অর্থাৎ এই সেলে গ্রাহক ৩ জিবি র্যামের Realme C3 কে কিনতে পারবেন ৭,৯৯৯ টাকায়। অন্যদিকে এইদিন গ্রাহক ৪ জিবি র্যামের ফোনটি কিনতে পারবেন ৮,৯৯৯ টাকায়। কেবল বাজেট ফোনেই নয়। ছাড় রয়েছে Realme 6 এর ওপরেও। এই সেলে গ্রাহক Realme 6 কে কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। অন্যদিকে সেল চলছে Realme Narzo 20 Pro এর ৬জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্ট টিকে কিনতে পারবেন ১৩,৯৯৯ টাকায়। অন্যদিকে গ্রাহক Realme x3 এবং X3 Zoom এর ওপর পাবেন ৩,০০০ এবং ৪,০০০ টাকা ছাড়।
মিড রেঞ্জ স্মার্টফোন থেকে একটু এগিয়ে যদি গ্রাহক Realme X50 pro কিনতে চান অবে সেই ফোনটি ওপর গ্রাহক পাবেন ৭,০০০ টাকা ছাড়। ছাড়ের সাথে এই ফোনটির ৮ জিবি ভ্যারয়েন্ট টিকে গ্রাহক কিনতে পারবেন ৩৪,৯৯৯ টাকায়। অন্যদিকে ১২ জিবি ভ্যারিয়েন্ট টিকে কিনতে পারবেন ৪০,৯৯৯ টাকায়। গ্রাহক এই সেলে ফোনগুলি কিনতে পারবেন ৩০ এ নভেম্বর পর্যন্ত।