২৪ এ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে Realme 8 সিরিজ। এই সিরিজে কোম্পানি লঞ্চ করবে দুটি স্মার্টফোন Realme 8 এবং Realme 8 pro কে। আর এই সিরিজের ফোন দুটি লঞ্চের আগেই জানা গিয়েছে এই ফিচার। এই ফিচার সম্পর্কে ধারণা দিলেন Realme এর CEO মাধব শেঠ নিজে। এই দিন একটি টুইট করে মাধব শেঠ জানান, এই প্রথম Realme এর কোনও হ্যান্ডসেট অপারেটং সিস্টেম হিসেবে Realme UI 2.0 আউট অফ দ্য বক্স। আর তা দেওয়া হচ্ছে Realme 8 Series এর দুটি ফোনেই।
এর সাথে তিনি নিশ্চিত বার্তা দিয়েছেন যে, এই Realme 8 Series এ থাকবে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও এই সিরিজের দুটি ফোনেই থাকতে চলেছে ৫০W ফাস্ট চার্জিং এর সাপোর্ট।
অন্যদিকে Realme 8 Pro স্মার্টফোনে থাকতে চলেছে ১০৮ mp এর একটি প্রাইমারি ক্যামেরা। কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে, Realme 8 Pro স্মার্টফোনে এখনও পর্যন্ত সবথেকে সেরা ক্যামেরা সেট আপ দিচ্ছে কোম্পানি। এর আগের একটি লিক থেকে জানা গিয়েছিল যে, Realme 8 Pro স্মার্টফোন Qualcomm Snapdragon 732G প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে Realme 8 এ থাকতে পারে Snapdragon 720G এর প্রসেসর। এর সাথে দুটি মডেলেই হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে। থাকতে চলেছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর স্টোরেজ। ভারতে ২৪ এ মার্চ ঠিক সন্ধ্যা ৭.৩০ টা নাগাদ লঞ্চ করা হবে এই ফোনটিকে এমনই জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।