Realme দ্বারা তাদের স্মার্টফোন Realme 8 এর ওপর একের পর এক কাজ করার খবর এসেই চলেছে সামনে। তবে কোম্পানি তরফ থেকে Realme Race নয়, এইবার লঞ্চ করা হতে চলেছে Realme 8 স্মার্টফোনকে। যদিও কোম্পানি তরফ থেকে এখনও কোনও তথ্য জানানো হয়নি, তবু লিক হতে জানা গিয়েছে বেশ কিছু স্পেসিফিকেশন। মডেল নং RMX3092 এর সাথে লঞ্চ হতে চলা ফোনটিকে মনে করা হচ্ছে Realme 8। এই মডেল নং এর সাথে কোম্পানি একটি ফোনকে কিছুদিন আগে লিস্ট করেছে গিকবেঞ্চে।
লিস্টিং থেকে জানা গিয়েছে যে Realme 8 এ দেওয়া হবে ডাইমেনসিটি ৭২০ প্রসেসর। অন্যদিকে এই ফোনে থাকবে ৮ জিবি র্যাম। ফোনটিকে চলবে অ্যান্ড্রয়েড ১০ এর ওপর, এমনটিও জানা গিয়েছে। বলা বাহুল্য, এই ফোন সম্পর্কে তথ্য যে এই প্রথম উঠে এসেছে তা নয়। কিছু দিন আগে জানা গিয়েছিল যে এই ফোনে দেওয়া হবে ৬৫ w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট। অন্যদিকে এই ফোনটিকে সম্প্রতি লিস্ট করা হয়েছে BIS এর সাইটে।
Realme Race এ দেওয়া হতে চলেছে ৪,০০০ mAh এর ব্যাটারি। সাথে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ এর প্রসেসর। অন্যদিকে এই ফোনে থাকতে চলেছে ১২৫w ফাস্ট চার্জিং এর সাপোর্ট। জানা গিয়েছে যে এই ফোনগুলিকে কোম্পানি ২০২১ সালেই লঞ্চ করবে ভারতে।