সম্প্রতি জনপ্রিয় রিসেলিং ওয়েবসাইট Olx এ হয়েছে একটি বিস্ময়কর ঘটনা। বিক্রি হয়ে যেতে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসির অফিস। বিজ্ঞাপন দেওয়া হয়েছিল Olx এ। OLX এ সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস বিক্রির জন্য কিছু অভিযুক্ত। সেটি পুলিশ জানার পরে এফআইআর করা হয় এবং পরে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৪ জন অভিযুক্তকে। চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রথমে ছবি তোলেন প্রধানমন্ত্রীর অফিসের, তারপর Olx এ তা বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বারাণসির পুলিশ সুপার অমিত পাঠক জানিয়েছেন, অফিসটি অবস্থিত জওহরনগরে। তার বক্তব্য,”গতকাল আমাদের নজরে আসে Olx এর এই বিজ্ঞাপন।”
সাথে সাথে ভেলপুর থানায় এসআইআর দায়ের করা হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। তারপরে এই ঘটনার জন্য চারজনকে গ্রেফতার করে পুলিশ। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের। সাথে চলছে আইনি পদক্ষেপের প্রস্তুতিও। এখন দেখার বিষয় কি বলেন নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে।