ফ্লিপকার্ট Mobile Bonanza Sale এর শেষ দিন আজ। সেখানে দেওয়া হচ্ছে Poco, Realme থেকে Iphone এর ওপরে বিশেষ ছাড়। কিন্তু এই সেলে বিশেষ দামে গ্রাহক পাবেন Poco X3 স্মার্টফোন টিকে। তবে আপনি যদি এই সেলে ফোন না কিনে থাকেন তবে আজ আপনার জন্য অন্তিম সুযোগ। আজ সেল শেষ হতে বাকি আর অল্প কিছু সময়। চলুন জানা যাক কি দামে পাওয়া যাবে এই ফোনটিকে,
অফার
এই সেলে গ্রাহক Poco X3 কে কিনতে পারবেন ১৬,৯৯৯ টাকায়। তবে এখানেই শেষ নয়, Axis Bank এর কার্ড দিয়ে এই ফোনটিকে কিনলে গ্রাহক পাবেন বিশেষ ক্যাশব্যাক। তবে এছাড়া রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ অফার। অর্থাৎ গ্রাহক যদি নিজের পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তবে পাবেন ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। অর্থাৎ সেই ক্ষেত্রে গ্রাহক কেবল ১,৯৯৯ টাকা দিয়ে কিনে নিতে পারবেন Poco X3 ফোনটিকে।
স্পেসিফিকেশন
Xiaomi এর এই নতুন ফোন Poco X3 তে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬/৮ জিবি র্যামের এবং ৬৪/১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 730GG প্রসেসর।ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৬৪ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ২০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে ৬০০০ mAh ব্যাটারির সাথে ৩৩ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে ।